তুরস্কে অভ্যুত্থান চেষ্টা বানচাল করে দেয়ার পর ভারপ্রাপ্ত নতুন সেনা প্রধান নিয়োগ দেয়া হয়েছে। তিনি হলেন ফার্স্ট আর্মির কমান্ডার জেনারেল উমিত দুন্দার। তিনি বলেছেন, তুরস্কের জনগণ ও রাষ্ট্রের মধ্যে সহযোগিতার যে সম্পর্ক বিদ্যমান তা ঐতিহাসিক। সহযোগিতা বলতে তিনি সেনাবাহিনীর একাংশের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিতে জনগণ ও রাষ্ট্রের মধ্যকার সমন্বয়কে বুঝিয়েছেন। নিয়োগ দেয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, তুরস্ক রাষ্ট্রদ্রোহের অপচেষ্টা কাটিয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিক স্থানীয় সময় আজ শনিবার বিকাল ৫টায় পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বান করেছেন। ওদিকে তুরস্ক ভিত্তিক সিরিয়ার বিরোধী একটি গ্রুপ তুরস্কের জনগণকে অভ্যুত্থান চেষ্টা থামিয়ে দেয়ায় অভিনন্দন জানিয়েছে। সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন নামের এই গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, অন্ধকারের মুখে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রক্ষা করেছে তুরস্ক। এরই মধ্যে অভ্যুত্থান চেষ্টাকে কেন্দ্র করে ৫ জন জেনারেল ও ২৯ জন কর্নেলকে বরখাস্ত করা হয়েছে দেশটিতে। গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনীর ৬৫৪ জন সদস্যকে। বার্তা সংস্থা আনাদোলু বলছে, সেনা বাহিনীর ৭৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দেশটির সেনাপ্রধান কোথায় বা তার অবস্থান কি এ বিষয়ে স্পষ্ট তথ্য মেলে নি। এ অবস্থায় ভারপ্রাপ্ত সেনা প্রধান নিয়োগ দেয়া হয়েছে। প্রথমদিকে অভ্যুত্থানকারী কিছু সেনা সদস্য আত্মসমর্পণ করলেও বাকিরা লড়াই চালিয়ে যেতে থাকে। তাদের পক্ষ থেকে একটি বিবৃতি ইমেইলে পাঠানো হয় বার্তা সংস্থা রয়টার্সের কাছে। তাতে তারা লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করে।