‘জঙ্গিবাদ মোকাবিলায় বিপথগামীদের সঙ্গে আলোচনা করতে হবে’

Slider জাতীয়

22806_sujon

 

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, যারা বিপথগামী, তাদের ওপর বলপ্রয়োগ না করে তাদের মতের বিপক্ষে উচ্চতর যুক্তি দাঁড় করাতে হবে। আজ শনিবার সকালে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জঙ্গিবাদ থেকে ফায়দা নেওয়ার কিছু নেই। জঙ্গিবাদ কারও বন্ধু না। সবার শত্রু। সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও জঙ্গিবাদ দিন দিন বাড়ছে। এ থেকে বোঝা যায়, সরকারের কৌশল জঙ্গিবাদ মোকাবিলায় সঠিক নয়। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার বলপ্রয়োগ করছে। যারা বিপথগামী, তাদের ওপর বলপ্রয়োগ না করে তাদের মতের বিপক্ষে উচ্চতর যুক্তি দাঁড় করাতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় বিপথগামীদের সঙ্গে আলোচনা করতে হবে। তাদের বোঝাতে হবে, তাদের পথ সঠিক না। কাজেই সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে সরকারকে কৌশল নির্ধারণ করতে হবে। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। কিন্তু এখানে জঙ্গিবাদকে রাজনৈতিক আবরণ দেয়া হচ্ছে। মতবাদ সমস্যা না। মতবাদ যখন সশস্ত্র রূপ নেয়, তখন এটা জঙ্গিবাদ হয়ে যায়। তাই এর বিরুদ্ধে শুধু বলপ্রয়োগ করে সমাধান সম্ভব না। দেশে সুস্থ রাজনীতি নেই। সংস্কৃতি নেই। এ জন্য তরুণেরা বিপথে যাচ্ছে। গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জঙ্গিবাদও একধরনের প্রতিবাদ। তবে এটার পথ ভিন্ন। সশস্ত্র। জঙ্গিবাদ মোকাবিলার জন্য প্রয়োজন গণতন্ত্র ও সুশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *