বনদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর আত্মসমর্পণ

Slider জাতীয়

 

001_223973

 

 

 

 

 

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের বনদস্যু ইলিয়াস ও মজনু বাহিনীর ১১ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে।

শুক্রবার দুপুর ১টার দিকে মংলা বন্দরের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ২৫টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ২০ রাউন্ড গুলি তুলে দিয়ে আত্মসমর্পণ করেন তারা।

সুন্দরবনের সবচেয়ে বড় বনদস্যু মাস্টার বাহিনীর পর বনদস্যু মজনু এবং ইলিয়াস বাহিনীর আত্মসমর্পণের এটি দ্বিতীয় ঘটনা।

র‌্যাব জানায়, জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ১১টি বিদেশি একনলা বন্দুক, তিনটি দোনলা বন্দুক, দুটি এয়ার রাইফেল, তিনটি ওয়ান সুটারগান, পাঁচটি সার্টারগান, একটি রিভলবার ও বিভিন্ন ধরনের ১ হাজার ২০ রাউন্ড গুলি।

আত্মসমর্পণ করা বনদস্যুদের মধ্যে রয়েছে খুলনার দৌলতপুরের আমির আলী গাজীর ছেলে মজনু বাহিনীর প্রধান মজনু গাজী, তার দলের সদস্য বাবুল হাসান, জাহাঙ্গীর হোসেন রহমত, ইদ্রিস আলী, ইসমাঈল হোসেন, মজনু শেখ, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, এনামুল হোসেন এবং খুলনার কয়রা উপজেলার মহেশরীপুর গ্রামের আবু বক্কর গাজীর ছেলে ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াস গাজী ও তার সহযোগী নাসির হোসেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সুন্দরবনে যারা দস্যুতা করত তারা তাদের কৃতকর্মের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিজ্ঞা করেছে। যারা আত্মসমর্পণ করেছে তাদের আইনি সহায়তা দেয়া হবে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে কাজকর্ম করতে পারে।’

অন্যদের এ সময় আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, দস্যুমুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমরা কোনো জায়গায় সন্ত্রাস ও দস্যুতা করতে দেব না। এ জন্য পুলিশ, র্যা ব ও কোস্ট গার্ডসহ নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।’

বনদস্যুদের আশ্রয়দাতা ও অস্ত্র সরবরাহকারীদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘সুন্দরবন আমাদের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ। এ অঞ্চলে বনদস্যু নিপাত করতে সরকার কাজ করছে। অসংখ্য বাহিনী প্রধান র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। উদ্ধার হয়েছে প্রায় ৭শ অস্ত্র।  প্রায় ২শ দস্যুকে আটক করা হয়েছে। মাস্টার বাহিনীর পথ অনুসরণ করে মজনু ও ইলিয়াস বাহিনী আত্মসমর্পণ করেছে।’

আত্মসমর্পণকারী দস্যু মজনু ও ইলিয়াস বলেন, ‘ আমরা ভুল বুঝতে পেরে এবং স্বাভাবিক জীবনে ফেরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়েছি।’

অনুষ্ঠানে খুলনা ও বাগেরহাটের প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *