পাসপোর্ট বিভাগের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখান করেছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান। তিনি টিআইবির প্রতিবেদনকে মনগড়া ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। গত ২৯ জুন (মঙ্গলবার) ‘সেবাখাতে দুর্নীতি জাতীয় জরিপ-২০১৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সেখানে পাসপোর্ট বিভাগের দুর্নীতি বিষয়ে বলা হয়, সেবা খাতগুলোর মধ্যে পাসপোর্ট বিভাগ হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ একটি খাত। এই খাতে ৭৭ শতাংশ দুর্নীতি হয়ে থাকে। পাসপোর্ট বিভাগ নিয়ে টিআইবির জরিপ প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে বিগ্রেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, সরেজমিনে পাসপোর্ট অফিসে এসে রিপোর্ট করুন।