জাপানে মুসলিমদের একটি গ্রুপের ওপর হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে। এ জন্য তারা স্থানীয় পুলিশের সহায়তা চেয়েছেন। তবে কে বা কারা এ হুমকি দিয়েছে তা জানা যায় নি। বার্তা সংস্থা কিয়োদো’র রিপোর্ট উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য জাপান টাইমস ও জাপান টুডে। ওই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে এ মাসের শুরুতে সন্ত্রাসী হামলায় ২০ জিম্মিকে হত্যার পর শিজুওকা শহরে মুসলিমদের একটি গ্রুপকে এ হুমকি দেয়া হয়েছে। এ গ্রুপটির নাম শিজুওকা মুসলিম এসোসিয়েশন। এর এক কর্মকর্তা বলেছেন, জাপানি ভাষায় হাতে লেখা চারটি হুমকি পেয়েছেন তারা। তাতে লেখা, বাংলাদেশে জাপানি ও ইতালিয়ানদের জন্য আমি দুঃখ বোধ করি। এখন থেকেই সতর্ক হও। কারণ, আমি পিছন দিক থেকে তোমাকে ব্যাট দিয়ে প্রহার করবো।
ওই কর্মকর্তা বলেছেন, ধারণা করা হচ্ছে এ চিঠিগুলো লিখেছেন একই ব্যক্তি। এরই প্রেক্ষিতে শিজুওকা মুসলিম এসোসিয়েশন যে ভবনে অবস্থিত সেখানে পুলিশি টহল জোরদারের আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এর একজন সেক্রেটারি জেনারেল বলেছেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই। ইসলাম শিক্ষা দেয় ক্ষমাশীলতাকে। কোন সন্ত্রাসের সঙ্গে পুরো মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝা হলে তা দুঃখজনক।
ওই কর্মকর্তা বলেছেন, ধারণা করা হচ্ছে এ চিঠিগুলো লিখেছেন একই ব্যক্তি। এরই প্রেক্ষিতে শিজুওকা মুসলিম এসোসিয়েশন যে ভবনে অবস্থিত সেখানে পুলিশি টহল জোরদারের আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এর একজন সেক্রেটারি জেনারেল বলেছেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই। ইসলাম শিক্ষা দেয় ক্ষমাশীলতাকে। কোন সন্ত্রাসের সঙ্গে পুরো মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝা হলে তা দুঃখজনক।