গুলশান হামলায় নিহত দেশি-বিদেশি জিম্মিদের শরীরে ধারালো অস্ত্রের কোপ ও গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক। বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ। ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে গুলশান হামলায় নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করেন ডা. সোহেল মাহমুদ। তিনি বলেন, গুলশান থানা পুলিশের নির্দেশে হামলায় নিহত ২৬ জনের ময়নাতদন্ত করি সিএমএইচে। এর মধ্যে পাঁচজন জঙ্গি রয়েছে। নিহত জঙ্গিদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে তিনজনের শরীর বোমার আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এর মধ্যে একজনের হাতের কিছু অংশ, অন্যজনের হাত বিচ্ছিন্ন এবং আরেকজনের শরীরের একপাশ থেতলে গেছে। জিম্মিদের মধ্যে সাতজনের শরীরে ৮টা ও একজনের শরীরে দুইটা গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান ডা. সোহেল। পেছন থেকে তাদের ঘাড়ে গুলি করা হয়েছে। প্রত্যেকের শরীরে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। তবে অবন্তী কবিরকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। হামলার আগে নিহত জঙ্গিরা শক্তিবর্ধক কোনো ড্রাগ সেবন করেছিলো কিনা-তাও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী সপ্তাহে প্রতিবেদন দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ডা. সোহেল মাহমুদ।