ভারতে ওভারটাইমের টাকা না দেওয়ায় টেকনিসিয়ানদের কর্মবিরতিতে বন্ধ হয়ে গেল দশটি জনপ্রিয় সিরিয়ালের কাজ। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওভারটাইমের বকেয়া টাকা না দিলে কাজ শুরু হবে না। যেসব প্রোডাকশন হাউজের বিরুদ্ধে তাদের অভিযোগ, তারাও অনড়।
কলাকুশলীদের একাংশের অভিযোগ, বিভিন্ন টিভি চ্যানেলে একটার পর একটা জনপ্রিয় সিরিয়াল চলছে। জনপ্রিয় হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। খবর: জি নিউজ
একে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার নির্ধারিত বেতন তো তারা পানই না, তার ওপর অতিরিক্ত সময় কাজ করলেও জোটে না ওভারটাইমের টাকা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর কাজ বন্ধ করে দিলেন তারা।
তাদের অভিযোগ, ভেঙ্কটেশ ফিল্ম, সুরিন্দর ফিল্মস, রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসসহ আরও কয়েকটি প্রোডাকশন হাউস গত এক বছর ধরে ওভারটাইমের টাকা দিচ্ছে না।