সাভার (ঢাকা): রাজধানীর গুলশানে ওকিচেন রেস্টুরেন্ট ও হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সরকার চাপের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে আশুলিয়ার বাইপাইলে ত্রিমোড় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘ গুলশানে এতোগুলো লোকের প্রাণহানি, জনগণের জানমালের নিরাপত্তা দেয়াই এখন প্রধান চাপ। এ ধরনের হামলা ভবিষ্যতে যে আর হবে না এর কোনো নিশ্চয়তা নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে।
সেতু মন্ত্রী বলেন,‘জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে। তবে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। প্রধানমন্ত্রী সমাজিক আন্দোলনের ডাক দিয়েছে। এতে বিএনপিসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন যোগ দিলে তাদের স্বাগত জানাবো।’
এদিকে যারা মহাসড়কের আশপাশে ময়লা ফেলবে, সে সব সংস্থা বা ব্যক্তি প্রধানের বাসার সামনে তা ফেলে আসার জন্য নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
এসময় সড়ক ও জনপথের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।