স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জামায়াতের হরতাল শুরুর সময়ে গাজীপুর জেলা সদর থানা গেটের সামনে ককটেল বিস্ফোরন হয়েছে। একই সময়ে রেললাইনে তুলার স্তুপ রেখে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। টঙ্গীতে নাশকতার অভিযোগে আটক হয়েছেন ১২জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহসপতিবার সকাল সাড়ে ৭টায় গাজীপুর জেলা সদর জয়দেবপুর থানার গেটের সামনে পর পর তিনটি ককেটেলের বিস্ফোরন ঘটে। এরপূর্বে জয়দেবপুর রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে কয়েক যুবক তুলার স্তুপ দিয়ে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
জয়দেবপুর রেলস্টেশনের প্রধান মাস্টার সরদার জিয়াউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন জানান, নাশকতা চেষ্টার অভিযোগে ১২জনকে আটক করা হয়েছে।
এদিকে হরতাল চলাকালে সারা জেলায় কোথাও দূরপাল্লার কোন যানবাহন চলাচল করছে না। স্বল্প আকারে ছোট ছোট যানবাহন চলাচল করছে। ব্যাংক বীমা ও অফিস আদালত এখনো খোলেনি। রাস্তায় পথচারীদের আনা গোনা ক্রমান্বয়ে বাড়ছে।