ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার বাগদাদের উত্তরে রাশিদিয়ায় হামলার এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর আলজাজিরার
তাৎক্ষণিভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই বাগদাদ ও এর আশপাশে এ ধরনের হামলা চালিয়ে থাকে। গত ৩ জুলাই বাগদাদের কেন্দ্রস্থলের কারাদা এলাকায় ভোররাতে সেহরির সময় চালানো এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ২৯২ জন নিহত হন।
১৩ বছর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে দেশটির সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের পতনের পর থেকে সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলাগুলোর মধ্যে অন্যতম ছিল এ হামলা।