সাম্প্রতিক কয়েকটি জঙ্গি হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িত থাকার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদেরও ডেকেছে সরকার। আগামী ৩শে জুলাই সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠকের এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক সমিতির প্রতিনিধি, শিক্ষাবিদ ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। এদিকে ১৭ই জুলাই দেশের সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।