শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গি ইস্যুতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ যথেষ্ট নয়। নর্থ-সাউথের ওপর নজরদারি বাড়ানো হবে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দফতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।