ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কর্মরত মার্কিনিদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় ঢাকা ত্যাগ করার অনুমতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, সিদ্ধান্তটি নেয়া হয় রোববার। তবে আজ সেটা জানানো হয়েছে। সাম্প্রতিক কুটনৈতিক জোনে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়। পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, দূতাবাসে কর্মকর্ত মার্কিনিদের পরিবারের সদস্যরা ঢাকা ছাড়তে পারবেন এবং তাদের ব্যায় বহন করবে সরকার। সম্ভ্যাব্য সহিসংতায় তারা যেন আটকে না পড়ে এ কারণে দূতাবাস ঢাকা ত্যাগের সুপারিশ করেছেন। তবে এ পদক্ষেপ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের জন্য প্রযোজ্য নয়। তাদের পরিবারের সদস্যদের জন্য। ওদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।