সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন দেশের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আজ স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে তিনি এ প্রস্তাবের কথা জানান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা তাদের প্রস্তাব গ্রহন করেছি। এখন কিভাবে সে সার্পোট নেবো সে ব্যাপারে আমরা পর্যালোচনা করছি। বিসওয়াল আরও বলেন, আর্ন্তজাতিক সন্ত্রাসী গোষ্ঠিগুলো যে কোন যায়গা থেকে তাদের অনুসারি নিয়োগ দিতে পারে এবং তারা যে কোন যায়গা থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হামলার প্রেক্ষিতে এটা লক্ষ করা গেছে। চরমপন্থাকে একটি বৈশ্বিক হুমকি আখ্যায়িত করে তিনি বলেন, আমি এখানে এসেছি সন্ত্রাসবাদ ও চরমপন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সমর্থনের প্রস্তাব দিতে। চরমপন্থার বিরুদ্ধে এক সঙ্গে লড়তে চায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।