কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভক্ত সমর্থকরা। এবার সেই যাত্রায় নিজেোকে শামিল করলেন বার্সায় মেসির সতীর্থ নেইমারও।
তিনি বলেন, ‘আমি তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েই বলছি, মেসিকে ছাড়া ফুটবল নয়। তাকে ছাড়া এই খেলাটা একেবারে বিবর্ণ হয়ে পড়বে। যে, ফুটবল পছন্দ করে সে মেসিকে ভালো না বেসে থাকতে পারবে না। বার্সা ও আর্জেন্টিনাকে অনেক কিছু দিয়েছে।
মেসিকে নিজের আইডল মেনে নেইমার বলেন, ‘মেসি শুধু আমার বন্ধুই নয়, সে আমার আইডল। আমি সব সময় তাকে সমর্থন দিবো। আমি অনুভব করতে পারছি সে কীভাবে দিন পার করছে।’
গত সপ্তাহতেই কর ফাঁকি দেওয়ার জন্য মেসি ও তার বাবাকে ২২ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত। সূত্র: ইএসপিএন