নওগাঁর ধামইরহাট উপজেলার চকচণ্ডি সীমান্তে ভারতীয় সীমান্তক্ষী বাহিনী বিএসএফের গুলিতে গোলাপ হোসেন (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।
গোলাপ হোসেন ধামইরহাট উপজেলার চণ্ডিপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী রেজা জানান, ভোররাতে উপজেলার চকচণ্ডি সীমান্তের ২৬৫ মেইন পিলার ও ২আর সাব পিলার দিয়ে কয়েক বাংলাদেশি ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এসময় ভারতের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের চকরামপুর সীমান্তে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় গোলাপ। এসময় অন্যরা পালিয়ে আসে। পরে গোলাপ হোসেনের লাশ বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে এ ঘটনা নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের পক্ষ থেকে জানানো হয়, ময়নাতদন্ত শেষে গোলাপের লাশ হস্তান্তর করা হবে।