শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: উপজেলার টেংরা উত্তর পাড়া এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষরা বসত ভিটায় হামলা করে ভাংচুর,লুট তরাজ ও বেদম প্রহার করে গৃহকর্তীকে আহত করেছে।
ঘটনাটি ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে টেংরা উত্তর পাড়া এলাকার কৃষক জাকিরের বাড়ীতে ঘটেছে।
জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা উত্তর পাড়া গ্রামের শাহিদুল্ল পুত্র জাকির হোসেনের বসত ভিটার জমি নিয়ে একই এলাকার মোস্তফার দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। বসত ভিটাসহ জমিটি জবর দখলের উদ্দেশ্যে বুধবার দুপুরে মোস্তফার নেতেৃত্বে মোফাজ্জল.আসাদুল ,সুরুজ মিয়া, মফিজুলসহ ২০/২৫ জন সন্ত্রসীরা রামদা লোহার রড ,চাপাতিসহ মারাত্বক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে কৃষক জাকিরের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের তান্ডবে গুরুতর আহত হয় গৃহকর্তী তাছলিমা (৩৫)। তাকে শ্রীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কৃষক জাকির হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছে