ঢাকা: খালেদা জিয়া ‘জঙ্গিগোষ্ঠীর লোক’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার (১০ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শান্তি পরিষদের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়ার সঙ্গে জঙ্গিগোষ্ঠীর আঁতাত রয়েছে। তার বক্তব্য উস্কানিমূলক। এতে বোঝা যায়, তিনি জঙ্গিগোষ্ঠীর লোক।
বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নের মূলে কারা রয়েছে তা খুঁজে বের করতে হবে। অস্থিতিশীলতা তৈরি করে দেশের উন্নয়নে বাধা তৈরি করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সচেতন হতে হবে। দেশের সব শ্রেণী-পেশার মানুষকে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।