ঢাকায় নিশা দেশাই

Slider জাতীয়

 

nisha-desai-biswal_222946_223075

 

 

 

 

 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল রোববার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

আজ রোববার সকালে তিনি ঢাকা পৌঁছেন।

ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থানকালে তিনি স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন।

সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই গত ১ জুলাই গুলশানে হামলার ঘটনা পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি এই হামলার ঘটনা তদন্তে মার্কিন সহায়তার প্রস্তাব দেবেন বলে জানা গেছে। এছাড়া ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ কর্মরত মার্কিনীদের নিরাপত্তা নিয়েও কথা বলবেন তিনি।

এর আগে ইউএসএইডের কর্মী জুলহাজ মান্নান হত্যার ঘটনায় গত ৫ মে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন নিশা দেশাই।

প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে রাজধানীর হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে। পরদিন সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়। এছাড়া সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *