শোলাকিয়ায় হামলা : আওয়ামী লীগ নেতাসহ আটক ৪

Slider ফুলজান বিবির বাংলা সারাদেশ

file

কিশোরগঞ্জ সংবাদদাতা; শোলাকিয়া ঈদগাহ এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির পর সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে সন্দেহ করে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ওই বাড়ির মালিক ও করিমগঞ্জের গুণধর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান ভূইয়া বাবুলসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঈদগাহর কাছে ওই ঘটনায় দুইজন পুলিশ সদস্য, এক নারী ও এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন। পুলিশ এর মধ্যে সন্ত্রাসী সন্দেহে একজনকে আটক করেছে। তার পরিচয় জানা যায়নি।

ঘিরে রাখা বাড়িটি শোলাকিয়া মাঠ-সংলগ্ন আজিমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে। নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে, হামলার পর সন্ত্রাসীরা এই বাড়িতে আশ্রয় নেয়।

শোলাকিয়া মাঠ-সংলগ্ন আজিমুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে ঈদের জামাতের আগে এই ঘটনা ঘটে।

দেশের বৃহত্তম ঈদ জামাত সেখানেই অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *