চীনে পাঁচ দিনের অবিরাম বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৪২ জন। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সে দেশের দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয় জানিয়েছে, ১১টি প্রদেশে পাঁচ দিন ধরে টানা বৃষ্টিপাতে ১২৮ জন প্রাণ হারিয়েছে। এছাড়া এখনো পর্যন্ত ৪২ জন নিখোঁজ রয়েছেন।
জুনের ৩০ তারিখ থেকে শুরু হওয়া এ বৃষ্টিপাতের কারণে প্রায় ৪১ হাজার বাড়ি-ঘর ধসে পড়েছে। প্রায় ৬ লাখ মানুষের আশ্রয়ের ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে। বৃষ্টিতে ২লাখ ৯৫ হাজার ২শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।