ঢাকা : ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডেনের একটি সামরিক ঘাঁটিতে দ্বৈত গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ সেনা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। আলজাজিরার খবরে এ সংবাদ জানানো হয়।
বুধবার দেশটির সামরিক সূত্র থেকে জানানো হয়, হামলাকারীরা এডেন আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এই সামরিক ঘাঁটির প্রবেশপথে গাড়িবোমা ২টি বিস্ফোরিত করে। প্রথম গাড়িবোমাটি বিস্ফোরিত হয় প্রধান ফটকে, ফলে দ্বিতীয় গাড়িটি ভেতরে প্রবেশ করতে পারে।
বোমা বিস্ফোরণের পরপর প্রায় ২৪-২৫ সন্ত্রাসীর সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় শুরু হয়। বর্তমানে ঘাঁটিটি ঘিরে রেখেছে সেনা সদস্যরা। এখনো কোন জঙ্গি দল এই হামলার দায় স্বীকার করেনি।
২০১৪ সালের সেপ্টেম্বরের পর থেকেই ইয়েমেনে যুদ্ধ চলছে। যখন ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন সরকারকে রাজধানী সানা থেকে হঠিয়ে দেয়। এরপর বেশ কয়েকমাস পর্যন্ত হুথিরা এডেনের নিয়ন্ত্রণে ছিল, পরে সরকার দখল নেয়। আলকায়েদা ও আইএস এই বিশৃঙ্খলার সুযোগে বেশ কয়েকবার হামলা চালিয়েছে সেখানে।
তথ্যসূত্র : আলজাজিরা