কুমিল্লা সদর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার আলেখাঁর চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, হানিফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। সকাল সাড়ে ৭টার দিকে আলেখাঁর চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি টং দোকানকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে তিনজনের মৃত্যু হয়।
আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মাহবুবুর।