ইন্দোনেশিয়ার সোলো শহরে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), জানিয়েছে দেশটির দৈনিক স্ট্রাইটস টাইমস।
তবে এ ঘটনায় ৩০ বছর বয়সী জঙ্গি নূর মোহাম্মদ বাদে আর কেউ ই নিহত হয়নি। পুলিশ স্টেশনের এক পুলিশ অফিসার আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ার পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে একটি মোটর সাইকেলে আত্মঘাতী বোমা হামলাকারী সোলো পুলিশ স্টেশনের সামনে আসে। চেকিং করার এক পর্যায়ে তিনি বোমা বিস্ফোরণ ঘটান। এতে চেকিং করতে থাকা পুলিশ সদস্যের বা চোখের দিকে এবং অর্ধেক শরীর পুড়ে যায়। বর্তমানে তিনি ভাল অবস্থায় রয়েছেন।
এদিকে এ হামলার এক ঘন্টা আগেই স্ট্রাইটস টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় ভিডিও বার্তায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় হামলার হুমকি আইএসের।
ভিডিওতে দেখা যায় আইএসের বেশকিছু ক্ষুদে ও শিশু কর্মীরা একে ৪৭ রাইফেল নিয়ে একজন বয়স্ক লোকের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে।
ভিডিও বার্তায় বলা হয় আমরা তাওহিদের সৈনিক, আমাদের পথ জিহাদের।আমরা আল্লাহর কাছে শপথ করেছি আমদের সৈন্য নিয়ে তোমাদের ওপর আক্রমণ চালাবো, যা তোমরা কখনোই প্রতিহত করতে পারবে না।’
এই ভিডিও বার্তার এক ঘন্টা পরেই ইন্দোনেশিয়ার সোলো শহরের পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা হয়।