লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরামে অতিরিক্ত মদ পান করায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে কাশিরাম এলাকার সুইপার কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-সুইপার কলোনির বাসিন্দা সুইপার যদুলাল (৬২), তার স্ত্রী রিনা বালা (৪০) ও শ্যালক জয়পুরহাট এলাকার রঞ্জন (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৪ জুলাই) কাশিরাম সুইপার যদুলালের ছেলের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে ওই তিনজন অতিরিক্ত মাত্রায় নিজেদের তৈরি করা মদ ও স্পিরিট পান করে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন রিনা বালা ও রঞ্জনকে বিছানায়ই মৃত অবস্থায় এবং যদুলালকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় যদুলালকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব বলেন, শুনেছি অতিরিক্ত পদ পান করায় তাদের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে