ঢাকা: চীনে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৪৫ জন।
সোমবার (০৪ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বৃষ্টিপাতের কারণে ইয়াংজি নদীর পানি বেড়ে যাওয়ায় সৃষ্ট বন্যায় আশপাশের জনপদ তলিয়ে গেছে। গুঝিও প্রদেশে ভূমি ধসে ২৩ জন এবং হুবাই প্রদেশে দেয়াল ধসে আটজন নিহত হয়েছেন।
আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকর্মীরা।