জাতিসংঘের স্থায়ী কমিটি ঢাকার রেস্তোরাঁয় হামলার ঘটনাকে ‘জঘন্য’ ও ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে তার নিন্দা জানিয়েছে। গতকাল স্থায়ী কমিটির এক বিবৃতিতে পুনর্ব্যক্ত করে যে, সন্ত্রাসবাদ বিশ্বশান্তি ও নিরাপত্তার প্রতি সিরিয়াস হুমকী’। সংস্থাটির সেক্রেটারি জেনারেল বান কি মুনও এর আগে তার মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতি দেন। তাতে তিনি হামলার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।