রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার জন্য বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলকে সরাসরি দায়ী করছে ইতালিয় গণমাধ্যম।
গতকাল ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন ‘রাই নিউজ’র এক সংবাদ বিশ্লেষণে এই হামলার জন্য বাংলাদেশের দুই প্রধান দলকে সরাসরি দায়ী করা হয়।
এতে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডসমূহের ধারাবাহিকতার উল্লেখ করে বলা হয় দোষারোপের রাজনীতিই গুলশানে জঙ্গি হামলার রাস্তা তৈরি করে দিয়েছে।
একই বক্তব্য এসেছে ‘স্কাই নিউজ’র সংবাদ বিশ্লেষণেও।
স্কাই নিউজের একটি আলোচনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একনায়ক’ এবং বিরোধী নেত্রী খালেদা জিয়াকে ‘ইসলামপন্থীদের নেতা’ হিসেবেও বর্ণনা করে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর ডিপ্লোমেটিক জোনের ওই রেস্টুরেন্টে বন্দুকধারী জঙ্গিদের হামলায় ৯ ইতালিয় নাগরিক নিহত হয় বলে জানিয়েছে আন্ত:বাহিনী গণসংযোগ বিভাগ (আইএসপিআর)। তবে ইতালির স্থানীয় গণমাধ্যম দাবি করছে তাদের আরও একজন নাগরিক নিখোঁজ রয়েছে।
গুলশানের ঘটনায় মৃতের সংখ্যায় ইতালিয় নাগরিক বেশি। সে কারণে বর্তমান সময়ে ইতালির প্রধান আলোচ্য বিষয় হয়ে দাড়িয়েছে ওই হামলা।