গুলশানে নিহত ৬ জাপানি মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা

Video News জাতীয়

 

003_221861

 

 

 

 

ঢাকা : গুলশানের অভিজাত হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত ৬ জাপানের নাগরিক বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নিহত ৬ জাপানি নাগরিক মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করতেন। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না।’

শুক্রবার রাতে গুলশান ২ এর ৭৯ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে অবস্থিত ওই রেস্টুরেন্টে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। ওই সময় রাতের খাবার খেতে আসা লোকজনকে জিম্মি করে তারা।

শনিবার সকালে সেনাকমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রেস্টুরেন্টের ভেতর থেকে ২০ বিদেশির লাশ উদ্ধারের খবরও জানানো হয়। তবে এর আগে শুক্রবার রাতেই সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

ওবায়দুল কাদের বলেন, ‘গুলশানের এ হামলা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের একটি অংশ। এটি জাপান সরকারও জানে।

তিনি আরও জানান, রোববার জাইকার প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। তাদের সঙ্গে আলোচনা করবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *