চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে দেশের মোট ১১৪টি সরকারি কারিগরি প্রতিষ্ঠানের দুই শিফটে মেধাতালিকা থেকে ৪২ হাজার ৯৩৭ জন ভর্তি হয়েছেন। গত ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির শেষ সময় ছিল।
শনিবার ১৩ হাজার ১৬৪ জনের প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার থেকে আগামী ৫ জুলাই মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি হওয়া যাবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) সার্বিক তথ্য পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, এ বছর ১১৪টি কারিগরি প্রতিষ্ঠানের মোট শূণ্য আসন সংখ্যা ৫৭ হাজার ৭৮০।
৫টি ধাপে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ জুলাই।