প্রধানমন্ত্রীকে ফোন আবে’র, সন্ত্রাসী হামলার নিন্দা

Slider গ্রাম বাংলা জাতীয়

21257_abe

 

ডিপ্লোমেটিক জোনে জঙ্গী হামলায় দেশী-বিদেশী অন্তত ২২ জনের প্রাণহাণির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনেজো আবে। সকালে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে নৃশংস ওই হামলার নিন্দা জানান তিনি।
সকাল ১০টার দিকে দুই প্রধানমন্ত্রী টেলিফোন আলাপ হয় বলে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র মানবজমিনকে জানিয়েছে। সূত্র মতে, জাপানের একজন নাগরিক অক্ষত অবস্থায় জঙ্গীদের জিম্মি দশা থেকে উদ্ধার হলেও দেশটির আরও ৬জন নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি সরজমিন পরিদর্শনে জাপানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা আসছে। এরই মধ্যে তারা ভিসার আবেদন করেছেন। দ্রুততম সময়ের মধ্যে তারা ঢাকায় পৌঁছাবেন বলে টোকিও’র কূটনৈতিক সূত্রগুলো এরই মধ্যে সেগুন বাগিচাকে আভাস দিয়েছে। এদিকে অপর একটি সূত্র জানায়, ইতালীর পররাষ্ট্র মন্ত্রী পাওলো জেনটিলোনি পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলেছেন। তিনিও ঘটনার নিন্দা করেছেন। ওদিকে উ™ভূত পরিস্থিতিতে মিয়ানমার সফররত পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তার সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন। সন্ধ্যার আগেই তিনি ঢাকায় পৌছাবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *