স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর প্রানী সম্পদ বিভাগে প্রশিক্ষন ভবন ও প্রাণী পুষ্টিল্যাব এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে গাজীপুর প্রাণী সম্পদ বিভাগে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।
গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন প্রানী সম্পদ বিভাগের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক জন্তিনাথ দাস। বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মান্ডল, গাজীপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক রফিজ উদ্দিন প্রমূখ।
আয়োজকরা জানান, এই প্রকল্পের আওতায় প্রশিক্ষনের পাশাপাশি খামারীদের মধ্যে উপকরন বিতরণ এবং ২২টি নির্বাচিত জেলায় ক্ষুদ্র, দুগ্ধ ও পোল্ট্রি খামারীরদের সহায়ক সেবাদান প্রকল্প কার্যক্রমে টাল প্রযুক্তি চালু করণের বিষয়ে বিশেষ প্রশিক্ষ দেয়া হবে।