স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার খালের পানি থেকে এক কাঠ ব্যবসায়ীর মৃত:দেহ ও সদর উপজেলার উত্তর সালনায় এক মসজিদের বারান্দা থেকে নব জাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা গোয়ালিয়া খালে ভাসমান মৃত:দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন। নিহত ব্যাক্তির নাম সামসুল আলম(৫৫) একজন কাঠ ব্যাবসয়ী। তিনি কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা গ্রামের বাসিন্দা।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এস আই) মোশাররফ হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, সামসুল আলম মদকাসক্ত ছিলেন।
এদিকে গাজীপুর সদর উপজেলার উত্তর সালনা কেন্দ্রীয় জামে মসজিদের বারান্দায় কে বা কারা একটি নবজাতক (ছেলে) ফেলে গেছে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলি সকাল ১১টার দিকে ওই নবজাতকের মৃত:দেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় পল্লী চিকিৎসক ও মুসল্লি মো: রাশিদুল হক রাশেদ জানান, মঙ্গলবার ফজরের নামাজ আদায় করার জন্য লোকজন মসজিদে গিয়ে বারান্দায় তোয়ালে দিয়ে প্যাঁচানো জীবিত একটি নবজাতক দেখতে পায়। কিন্ত কিছুক্ষণের মধ্যেই নবজাতকটি মারা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মৃত:দেহ উদ্ধারকারী জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) হুমায়ুন কবীর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।