ইসলাম মাহমুদ, কক্সবাজার; কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী ইসমাইল (৩০) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে কক্সবাজার কেন্দ্রীয় জেলখানার পেছনে সিকদারঘোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকার দিল মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা ‘ক্রসফায়ার’ এ ইসমাঈল মারা গেছে দাবী করলেও পুলিশের পক্ষ থেকে এর নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর থানার সুত্র মতে, ছিনতাই, হত্যা, ভূমি দখল সহ ডজনখানেক মামলার পালাতক আসামী ইসমাইল।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুর রহিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি মারা গেছেন তার নিশ্চিত খবর জানা যায়নি।
তিনি বলেন, ঘটনায় জড়িতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের ধরতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
জানা গেছে, নিহত ছিনতাইকারী ইসমাঈল কারান্তরীণ শহরের র্দুর্ধষ সন্ত্রাসী রকির নেতৃত্বাধীন রকি বাহিনীর সদস্য। সে রকির বাহিনী পক্ষ হয়ে ছিনতাইসহ নানা অপরাধ করতো।
তিনি জানান, ইসমাঈলকে কারা গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
তবে, অসমর্থিত আরেকটি সুত্রের দাবী দুই সন্ত্রাসী বাহীনির গুলাগুলিতে ইসমাঈল মারা গেছেন।
——————-