রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংকচুকের আমন্ত্রণে চারদিনের সফরে ভুটান গেলেন প্রেসিডেন্টে মো. আবদুল হামিদ। শুক্রবার বিকাল ৪টায় দ্রুক এয়ারের একটি ফ্লাইটে থিম্পুর উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রেসিডেন্ট। বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডিপ্লোমেটিক কোরের ডিন মাহমুদ ইজ্জাদ, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রেসিডেন্টকে বিদায় জানান। সফরসূচি অনুযায়ী, শনিবার রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে লিনকানা প্যালেসে রাজা ও রানীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি। এছাড়া ভুটানের বর্তমান রাজার পিতা জিগমে সিংগে ওয়াংচুকের সঙ্গেও সাক্ষাৎ করবেন আবদুল হামিদ। সফর শেষে ৪ঠা জুলাই আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।