অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ৩ দিনের রিমান্ডে

Slider বাংলার আদালত

21098_md

 

 

 

 

 

অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান খানসহ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  আজ দুর্নীতি দমন কমিশনের  (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এই রিমান্ড মঞ্জুর করেন। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয়ার মামলায় গতকাল  এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। ব্যাংকের অপর দুই কর্মকর্তা হলেনÑ অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ। গতকাল  অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি নিয়োগ করে।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ আজ শুক্রবার আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *