‘আমাকে এসব ফেস করতে হয়নি’

Slider বিনোদন ও মিডিয়া

00000_221991

 

 

 

 

 

‘কাস্টিং কাউচ’ বা অভিনয়ের জন্য সিনেমার কর্তৃপক্ষের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার বিষয় নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান।

 শুক্রবার নিজের জন্মদিন নিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে কথা বলেন তিনি।

জয়া বলেন, আমাকে এ সব ফেস করতে হয়নি। কারণ আমি যখন এখানে কাজ করতে আসি তখন আমি অলরেডি বাংলাদেশের জয়া আহসান।

দুই দেশেই ‘কাস্টিং কাউচ’ এর সমস্যা রয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, অরিন্দমদা এখানে আমাকে লিড রোল অফার করেছিলেন। তবে এই সমস্যা দুই দেশেই রয়েছে। এ সব ঝামেলা যে হচ্ছে সেটা অন্য কলিগদের থেকে আমি শুনেছি।

জয়া বলেন, অনেকেই অভিনেত্রীদের কদর করার তুলনায় গ্ল্যামার বা পার্সোনাল রিলেশনটাকে অনেক বেশি মর্যাদা দিচ্ছেন। তবে আমি মনে করি, আমার কাছে যখন কেউ ছবি নিয়ে আসেন, তখন আমাকে সেই বিশেষ চরিত্রের জন্য প্রয়োজন বলেই আসেন। আমি ব্লেসড।

তিনি বলেন, আসলে আমি যে ধরনের কাজ করতে চাই, সেগুলো বাংলাদেশে কম হচ্ছে। টু মাচ কর্মাশিয়াল ছবি ওখানে তৈরি হচ্ছে। দর্শকও দেখছেন। আমি অনেক বেশি অর্থবহ ছবি করতে চাই। যেখানে অভিনয়ের জায়গা রয়েছে।

নিজের গ্ল্যামারের রহস্যটা নিয়ে জয়া বলেন, আমি ষোলআনা বাঙালি। মাছে-ভাতে থাকি। কোনও ডায়েট ফলো করি না। মাঝে মাঝে ওয়ার্কআউট করি। একবেলা খুব ভাল করে খাই। ব্রেকফাস্টটা বেশি পরিমাণে খাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *