ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে পাল্টা-পাল্টি হামলায় ঘটনায় ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭০ জন নিহত হযেছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার (৩০ জুন) দফায়-দফায় হামলার ঘটনা ঘটে বলে দি সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে শুক্রবার (০১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
সংস্থাটি বলছে, দেশটির আলেপ্পো শহরের উত্তরে আল মালেহ এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হয়। এতে সরকারি বাহিনীর ৩০ সদস্য এবং বিদ্রোহী গোষ্ঠীর ৩৯ জন নিহত হন।