মেসির অবসর নিয়ে যা বললেন রোনালদো

Slider খেলা

 

21075_Messi

 

 

 

 

 

কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে অবাক বিশ্বের অনেক সাবেক খেলোয়াড়। বিশ্বজুড়ে আর্জেন্টিনা ও লিওলেন মেসির ভক্তরা তাকে সিদ্ধান্ত পূনর্বিবেচনা করার আকুতি জানাচ্ছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাসরি ও কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারডোনাও মেসিকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। এমন কি আর্জেন্টিনার ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ রিওনার্দো বাচ্চিও মেসির সিদ্ধান্তে অবাক হয়েছেন। এবার তাদের দলে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো দি লামা। মেসি তার সিদ্ধান্ত বদলাবে বলে আশা করছেন তিনিও।

৩৯ বছল বয়সী ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো দেশের হয়ে ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জেতেন। আর কোপা আমেরিকার শিরোপা জেতেন ১৯৯৭ ও ১৯৯৯ সালে। মেসির অবসর নিয়ে তিনি বলেন, ‘এটা মেসির সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ। তার ছন্দকে আমাদের সম্মান করা উচিৎ। আমরা সবাই মনে করছি, মেসি আমাদের ছেড়ে চলে গেছে। তবে আশা করছি, সে তার সিদ্ধান্ত পাল্টাবে।’ দেশের হয়ে বড় টুর্নামেন্টের চার ফাইনাল খেলেও শিরোপশূন্য মেসি। ২০০৭, ২০১৫ ও এ বছর কোপার ফাইনাল ও ২০১৪-ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেলেও শিরোপার স্বাদ পাননি তিনি। এবার কোপার ফাইনালেমেসির নৈপুণ্য ছিল লেজে-গোবরে। ড্রাইভ দিয়ে হলুদ কার্ড খাওয়ার পাশাপাশি পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হন তিনি। এতে ক্ষোভে-কষ্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি। অনেকেই মনে করছেন বড় বড় মানুষের অনুরোধে মেসি তার সিদ্ধান্ত পাল্টাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *