গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর উত্তরায় আলীম (১৫) ও চিরশ্রী জামান (১৮) নামে দুই ভাই-বোন গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পৃথক রুম থেকে ভাই ও বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তারা বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাব এডিটর জয়শ্রী জামান ও সাংবাদিক টিপুর সন্তান।
ঘটনাটি আত্মহত্যা নাকি খুন, তা নিশ্চিত হওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।