ঢাকার জরাজীর্ণ সড়ক নিয়ে বিপদে আছেন ওবায়দুল কাদের

Slider জাতীয়

003_221861

 

 

 

 

 

ঢাকার জরাজীর্ণ সড়ক নিয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 তিনি বলেছেন, ‘রাজধানীর সড়কের দুরাবস্থার কারণে প্রশ্নের মুখে পড়েছি।’

সিটি করপোরেশনের আওতাধীন এসব সড়কের দায়িত্ব তার হাতে নেই বলেও জানান ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের।

ওই দিন সচিবালয়ে ঢাকা-চট্টগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন মহাসড়ক উদ্বোধনের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ওবায়দুল কাদের জানান, আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই মহাসড়ক উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘এবার রাস্তা গত কয়েক বছরের চেয়ে অনেক ভাল। রাস্তার কারণে যানজটের আশঙ্কা কমে যাবে।’

রাজধানীতে প্রবেশ ও বহির্গমনের সড়কে সমস্যা রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সবাইকে জানাতে চাই, আমি বড় বিপদে আছি। আমি বিরক্তও হচ্ছি। প্রতিনিয়ত  ফেসবুক ও টুইটারে জানতে চাইছে, একটু আগেও জবাব দিয়েছি।’

সড়ক পরিবহনমন্ত্রী জানান, সিটি করপোরেশনের সড়কের দুরাবস্থার জন্য তাকেই  দোষারোপ করা হচ্ছে। হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় তাকে বারবার বিপদে পড়তে হচ্ছে। মালিবাগ-মৌচাক নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের রাস্তার জন্য বিব্রত হতে হচ্ছে।

তবে ওবায়দুল কাদের সাফ জানিয়ে দেন, সিটি করপোরেশনের ভাঙা রাস্তার দায় দায়িত্ব তিনি নেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *