রংপুরের তারাগঞ্জে একদশক আগে ট্রাক চালক ও তার সহকারীকে হত্যা করে ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়া ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। রংপুরের জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান আজ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক বলে জানান আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) আবদুল মালেক। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৮শে মার্চ তারাগঞ্জের তেরমাইল এলাকায় একটি ট্রাক থামিয়ে ডাকাতির উদ্দেশ্যে চালক পরেশ চন্দ্র ও তার সহকারী মনোরঞ্জনকে খুন করে দণ্ডপ্রাপ্তরা। পরে ট্রাকে থাকা চাল লুটে নিয়ে যায় তারা। এ ঘটনায় ট্রাকের মালিক হারান চন্দ্র ঘোষ বাদী হয়ে মামলা করেন।