কাবুলে পুলিশ বাসে আত্মঘাতী হামলায় ‘নিহত ৪০’

Slider সারাবিশ্ব

afghan-police_at-scenen_samakal_bbc_221844

 

 

 

 

 

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পুলিশের সদ্য-উত্তীর্ণ ক্যাডেটদের একটি বাসে আত্মঘাতী হামলা হয়েছে। এতে ৪০ জনের মতো নিহত হয়েছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি অনলাইন।

 প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম উপকণ্ঠে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসটিতে দুটি বোমার বিস্ফোরণ ঘটান হয়।

এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান।

পাঘমান জেলার গভর্নর হাজী মোহাম্মদ মুসা খান বিবিসিকে জানিয়েছেন, এতে আহত হয়েছেন আরও অনেকেই।

এর আগে গত সপ্তাহে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নেপালি নিরাপত্তাকর্মীসহ ১৪ জন নিহত হন; ওই নিরাপত্তাকর্মীরা কানাডীয় দূতাবাসে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *