স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর: ডিবি পুলিশ পরিচয়ে ও গাড়ির গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। সাম্প্রতিক সময়ে বড় ধরণের তিনিট ঘটনায় এক কোটি সাড়ে ৫লাখ টাকা ছিনতাই হওয়ায় ঈদকে সামনে রেখে জনমনে ছিনতাই আতঙ্ক দেখা দিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, রোববার টঙ্গী বিসিক শিল্প নগরীতে এক বিকাশ বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লুটের টাকা উদ্ধার ও ছিনতাইকারী চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশের টঙ্গী সেনাকল্যাণ শাখার বিক্রয় প্রতিনিধির নিজাম উদ্দিন (২৯) রবিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাগাড় ও বিসিক এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা সংগ্রহ করেন। পরে তিনি সেনাকল্যাণ ভবনের কার্যালয়ে ফেরার পথে বিসিকের ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রের সামনের রাস্তায় কয়েকজন যুবক তার রিকশার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় একটি গুলি তার ডান পায়ে হাটুর ওপরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা টাকা ভর্তি ব্যাগ ও তার মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নিজামের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ নিজামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নিজাম ভোলার চরফেশন থানার মাওলানা আব্দুর রহমানের ছেলে।
১০ সেপ্টেম্বর বুধবার গাজীপুর মহানগরের বিশ্বরোড সংলগ্ন জাজার এলাকায় অবস্থিত নার সুয়েটার ফাক্টরীর কর্মকর্তারা শ্রমিকদের বেতন দিতে ৭২ লাখ টাকা নিয়ে গাড়িতে করে ফ্যাক্টরীতে আসেন। ফাক্টরীর নিকটবর্তি জায়গায় আসলে রাত ৮টার দিকে একটি মাইক্রোবাস টাকাবাহী গাড়িটির গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাসী শুরু করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়। ঘটনার পর গাজীপুর পুলিশ জেলার সকল সীমান্তে বিশেষ সতর্কতা জারী করে। পুলিশের তৎপরতা দেখে ছিনতাইকারীরা ঘোড়াশাল ব্রীজে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমূল হক ভূইয়া গাড়ি উদ্ধারের কথা স্বীকার করে বলেছেন, ছিনতাইকারীদের আটকে বিশেষ অভিযান চলছে।
১১ সেপ্টেম্বর বৃহসপতিবার বিকাল পৌনে ৪টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমীর সামনে সাড়ে ৩লাখ টাকা ছিনতাই হয়।
ঘটনার ভিকটিম গাজীপুর চান্দনা চৌরাস্তার গ্রামীন ফোন কাস্টমার সার্ভিস মুক্তা এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি(এসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, তিনি ও তার প্রতিষ্ঠানের সুপারভাইজার সাইফুল ইসলাম কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গ্রামীন ফোনের কাস্টমার সার্ভিসের সাড়ে ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে গাজীপুর রওনা হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমীর সামনে একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
হাবিবুর রহমান আরো জানান, এসময় মাইক্রোবাস থেকে স্বশস্ত্র অবস্থায় ৬ ব্যাক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের দুই জনকে টাকার ব্যাগ সহ গ্রেফতার করে হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলেন। এরপর মাইক্রোবাসটি টাঙ্গাইলের দিকে যেতে যেতে কালিয়াকৈরের খাড়াজোড়া নামক স্থানে গিয়ে টাকা রেখে দুই জনকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। অতঃপর স্থানীয় জনতা আহত দুইজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ সংবাদ দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, টাকা উদ্ধার ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
গত এক সপ্তাহে গাজীপুরে তিনটি বড় ধরণের ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সকল ঘটনায় এক কোটি সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই হয়। ১৩ সেপ্টম্বর টঙ্গীতে হাতকড়া সহ এক ভূয়া ডিবি পুলিশ আটক হয়। তিনটি ঘটনায় মোট ৯জন আটক হয়। তবে এখনো উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই। ফলে ঈদকে সামনে রেখে জনমনে ছিনতাই আতঙ্ক দেখা দিয়েছে।
এ সকল বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুনর রশিদকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।