সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসার আকুতি জানিয়েছেন অসংখ্য ভক্ত-সমর্থক। আর্জেন্টিনার জাতীয় দলের সতীর্থরাও তাকে সিদ্ধান্ত পূনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাও মেসিকে ফিরতে বলেছেন। আর এবার লিওনেল মেসিকে অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য ফোন করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেন, ‘তিনি (প্রেসিডেন্ট) মেসিকে ফোন করেছেন। জাতীয় দলের নৈপুণ্যে তিনি গর্বিত বলে মেসিকে জানিয়েছেন।
কারও সমালোচনায় মেসিকে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট।’ ওই মুখপাত্র আরও জানান, প্রেসিডেন্ট মাউরিসিও মাসরি মেসিকে অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরার অনুরোধ জানিয়েছেন।’ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোলে হেরে যাওয়ার পর কষ্টে অবসরের ঘোষণা দেন মেসি। তবে দল হেরে যাওয়ার পরও তাদের সমর্থন দিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও টুইট করেন। লেখেন, ‘আমাদের জাতীয় দল নিয়ে কখনও এত গর্বিত ছিলাম না। আশা করি, বিশ্বের সেরা এ দলটি দেখার আনন্দ আরও অনেক দিন চলবে।