হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরণ ৩৪ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, ভারতীয় ওষুধের বড় একটি চালান দেশের অভ্যন্তরে আসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সাতকুড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় যৌন ত্তেজক আইপি ট্যাবলেট ২০ হাজার পিস ও গরু মোটাতাজাকরণ ডেক্সিন ট্যাবলেট ১৪ হাজার পিস উদ্ধার করা হয়।
এগুলোর সিজার মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। ট্যাবলেটগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।