জাতীয় পার্টি-আ’লীগ ছাড়া কেউ উন্নয়ন করেনি: এরশাদ

Slider রাজনীতি

 

ershad_(3)_221443

 

 

 

 

 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সরকারের সময়েই দেশের উন্নয়ন হয়েছে, অন্যকোন সরকার কোন উন্নয়ন করেনি।

 তিনি বলেন, বিএনপির সময় দেশে হাওয়া ভবনের উন্নয়ন ছাড়া আর কোন কিছু হয়নি।

মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর বাসসের

এরশাদ বলেন, জাতীয় পার্টি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে সরকারের ভাল কাজে সহযোগিতা ও খারাপ কাজের সমালোচনা করছে। কারণ বিরোধী দল হিসেবে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে।

স্বাভাবিক প্রাণোচ্ছল ভাষায় একটি সুন্দর বাজেট উপস্থাপনের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাজেট একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার রূপরেখা।

ব্যাংকে সাগর চুরির দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ঋণ খেলাপীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গত ১০ বছরে দেশের সাড়ে ৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচার হওয়া টাকা ফেরত আনতে পারলে আর ঘাটতি বাজেট দিতে হতো না, জনগণের ওপর কর ও ভ্যাট আরোপ করতে হতো না।

তিনি বলেন, পানামা পেপার্সে এদেশের অর্থ পাচারকারীদের নাম প্রকাশিত হয়েছে। এসব চিহ্নিত পাচাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ব্যাংকের রিজার্ভ ও টাকা লুটপাটকারীও শেয়ার বাজার কেলেঙ্কারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে এইচএম এরশাদ বলেন, এ ব্যাপারে একটি স্বেতপত্র প্রকাশ করতে হবে।

তিনি বলেন, লুটপাট ও অর্থ পাচার ঠেকাতে পারলে দেশের প্রবৃদ্ধি আরো অনেক বৃদ্ধি পেত এবং দারিদ্রের হার আরো নিচে নেমে আসতো।

গুপ্ত হত্যা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানিয়ে তিনি বলেন, আইনের শাসন ও উন্নয়ন একে অপরের পরিপূরক। আইনের শাসন না থাকলে সকল উন্নয়ন কর্মকাণ্ড ম্লান হয়ে যায়।

এইচএম এরশাদ জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান ও শিক্ষার মানোন্নয়নের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *