গাজীপুরের টঙ্গীতে জোড়াখুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে সামুরাই ও চাপাতি উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত সাভার ও টঙ্গীতে অভিযান চালিয়ে আটক করা হয় বলে জানান র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ। আটককৃতরা হলেন কামরুজজামান কামু, মো. মোবারক হোসেন (৩২), সাগর (২০), নাজমুল ইসলাম (১৮) ও মোহাম্মদ আলী (২৫)।
র্যাব কর্মকর্তা তুহিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ডেণ্ডাবর পলাশবাড়ি এলাকার একটি মেস থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কামরুজ্জামান কামুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মেসের আশপাশ থেকে মোবারক, সাগর, নাজমুল ও আলীকে আটক করা হয়। আটকৃতরা হতাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল। এছাড়া একই রাতে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক টঙ্গীর এরশাদ নগর থেকে তিনটি সামুরাই ও একটি চাপাতি উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা জানান।
উল্লেখ্য, গত ১৪ মে রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় শরীফুল ইসলাম ও জুম্মন মিয়া নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।