গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর মগবাজারে গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ট্রিপল মার্ডারের প্রধান আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু নিহত হয়েছেন। রোববার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আজ ভোর ৪টার দিকে কালা বাবু ও তার সহযোগীদের সাথে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে কালা বাবু গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত ২৮ আগস্ট রাতে রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে রেলের জায়গার দখল নিয়ে সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিহত হন। শীর্ষ সন্ত্রাসী কালাবাবু বাহিনীর সন্ত্রাসীরা সোনালীবাগের ৭৮ নম্বর বাড়িতে ঢুকে ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টিকে (৩২) গুলি করে হত্যা করে।