বৃটেনের পথ অনুসরণ করে বাংলাদেশেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, বৃটেনের দিকে তাকিয়ে দেখুন, তাদের কাছ থেকে শিখুন। জনগণের মতামতকে সম্মান করে গণভোটে এগিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। বাংলাদেশের জনগণও সরকার পরিবর্তন চায়। বৃটেনের পথ অনুসরণ করে নিরপেক্ষ নির্বাচন দিন। অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিন। এক্ষেত্রে জনগণ যদি বিএনপিকে জয়ী না করে তাহলেও আমরা মেনে নেব। আর বিএনপিকে সমর্থন দিলে আমরা সরকার গঠন করবো। রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলার সভাপতিত্বে খালেদা জিয়ার সঙ্গে মূল মঞ্চে ইফতার অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা অধ্যাপক সদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এম ফারুক, প্রফেসর ওবায়দুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স এসাসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহাসচিব জাকির হোসেন, কৃষিবিদ মোখলেসুর রহমান, হাসান তুহিন জাফরী, শামীমুর রহমান শামীম, শামসুল আলম তোফা, ইব্রাহিম খলিল, আবদুল লতিফ, সালাহ উদ্দিন প্রমুখ।